সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নান্দাইলে বিনা রসিদে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছ থেকে রসিদে বা বিনা রসিদেই অতিরিক্ত ভর্তি ফি আদায় করা হচ্ছে বলে জানা যায়। গত ৩ জানুয়ারি ভর্তির শুরুর দিন থেকেই অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তান্মধ্যে নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি ফি নেয়া হচ্ছে এক হাজার ৭৪০ টাকা। যদিও উপজেলা ও পৌর এলাকার বিদ্যালয়গুলোতে ভর্তি ফি ধার্য করা হয়েছে এক হাজার টাকা। খবর নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪০ টাকা, ৫০০ টাকা, ৭৪০ টাকা, ১২৪০ টাকা ও ৬০০ টাকা করে ভর্তি ফি আদায় করা হচ্ছে। এ বিষয়ে কয়েকজন প্রধান শিক্ষকের সাথে কথা হলে তারা জানান, দরিদ্র শিক্ষার্থীদের জন্য কিছু সুবিধা দেয়া হচ্ছে। আর অন্যথায় ২ মাসের বেতন ও শ্রেণি পরিবর্তন ফিসহ টাকা নিচ্ছেন বলে জানান। অপরদিকে চন্ডীপাশা সরকারি বিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি বেসরকারির তুলানায় কম হওয়ার কথা। অথচ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে কয়েকগুণ বেশি ফি আদায় করা হচ্ছে এবং এই বিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও সেশন ফি’র নামে আরও অতিরিক্ত অর্থ আদায় করছেন। চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির উদ্দিন আহম্মেদ জানান, সরকারি প্রজ্ঞাপনে যা বলা হয়েছে তিনি তাই অনুসরণ করছেন। তবে রসিদের বিষয়টি এখনো ছাপা হয়নি, ছাপা হলে পরে দেয়া হবে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইউএনও ড. মোহাম্মদ শাহনুর আলম অন্যত্র বদলি হয়ে যাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, উপজেলা ও পৌর এলাকায় এক হাজার টাকা ও মাসিক ১৫ টাকা হারে বেতন এবং গ্রাম পর্যায়ে ৫০০ টাকার বেশি ফি আদায় করা অন্যায়। তবে বিষয়টি খোঁজ নিবেন বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন