শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গরু চোরের দলনেতা আটক : মাইক্রোবাসে অগ্নিসংযোগ

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সাঁথিয়া (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়িতে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে চোরের দলনেতা আটক। জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে একদল গরু চোর প্রবেশ করে। তারা গ্রামের মৃত এলাহীর ছেলে আব্দুল আলিম ও একই গ্রামের রহমত আলীর গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি করে ট্রাকে উঠানোর চেষ্টা করে। এ সময় গরুর মালিক টের পেয়ে লোকজনকে ডাকাডাকি করে চোরদের ধাওয়া করে। এলাকাবাসী ধাওয়া দিয়ে আন্তঃজেলা চোর দলের দলনেতা পাবনার সাতিয়ানি গ্রামের লিটন হোসেন (৩৮)কে আটক করে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী চোরদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করে তাতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটক চোরকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে গতকাল শুক্রবার ভোরে ভর্তি করেন। এদিকে গত ২ জানুয়ারি উপজেলার রঘুরামপুর গ্রামে গরু চুরির ঘটনায় এলাকাবাসী সন্দেহভাজন চোর পাগলা গ্রামের আয়নুদ্দিনের ছেলে আওয়াল হোসেন (৪০) কে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গত ৫ জানুয়ারি পৌরসভার পূর্বভবানীপুর গ্রামের ইউনুস আলী মাস্টারের ২টি গরু চুরি হয়। বর্তমানে উপজেলাব্যাপী গরু পালনকারীরা চোর আতঙ্কে ভুগছে। সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন গরু চুরির ঘটনা ও মাইক্রোবাসে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ব্যক্তি চোর দলের দল নেতা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন