শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাজবাড়ীতে পদ্মা নদী সংরক্ষণ বাঁধে ধস

ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদন্ড

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বলতাব্রীজ এলাকার স্থায়ী পদ্মা নদী সংরক্ষণ বাঁধে গতকাল শুক্রবার ভোরে ধসের ঘটনা ঘটেছে। এতে বাঁধ এলাকায় ৬০ মিটার লম্বা স্থান ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পর নদীর তীরবর্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে চার জনকে আটক করে। এর মধ্যে মোতাহার নামে এক জনকে এক বছর এবং অপর তিন জনকে এক মাস করে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদলত। শুক্রবার ভোরে হঠাৎ করেই রাজবাড়ী জেলা সদরের পদ্মা নদী সংরক্ষণ বাঁধের ৬০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া স্থায়ী পদ্মা নদী সংরক্ষণ বাঁধ ধসে যায়। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার কয়েক শত বাসিন্দা। এলাকাবাসী জানিয়েছেন, কয়েক বছর ধরে স্থানীয় একটি চক্র নদীর বিভিন্ন স্থান থেকে ভরাট বালু ট্রলারে এনে তা ওই এলাকায় মজুদ ও বিক্রি করে আসছে। বালু মজুদ করা কালিন নদী পানিও উঠে আসে এবং তা পরবর্তীতে ঝরনাধারা হয়ে নদীতে ফিরে আসে। এর ফলে বেশ কিছু দিন ধরেই ওই জায়গাটি হুমকির মুখে পরে। এলাকাবাসী আরো জানান, নদী সংরক্ষণ বাঁধ যেভাবে ধসে পড়েছে এতে অনেক ফসলী জমি ও বসতবাড়ি, মসজিদ, দুইটি বিদ্যালয় হুমকিতে রয়েছে। এখনই যদি অবৈধভাবে বালুর ব্যাবসা বন্ধ না করা হয় তবে খুব তারাতাড়ি শহর রক্ষা বাধ ধসে যাবে। রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুজর গিফারী জানান, এ ঘটনার পর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থাল পরিদর্শন করেছেন। তবে ঘটনার পর থেকেই সেখানকার বালু ব্যবসায়ীরা ট্রলার ও শ্রমিকসহ চলে গেছেন আতœগোপনে। আর যারা অবৈধ ভাবে বালু উত্তলনের সাথে জরিত তাদের খুব তারাতাড়ি আইনের আওতায় আনা হবে। এর পর শুক্রবার বিকেলে আলাদা অভিযান পরিচালনা করে চারজন জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এলাকাবাসী আরো অভিযোগ করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগ সাজশে এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ীরা দিনের পরপর দিন বালুর ব্যাবসা করছে, দ্রুত অবৈধভাবে বালু ব্যাবসা বন্ধের দাবি জানান তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন