শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কলারোয়ার সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : স্থানীয় সরকার মন্ত্রণালয় কলারোয়ার ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম (৫০) কে সাময়িক বরখাস্ত করেছে। সোনাবাড়িয়া গ্রামের পিতৃহীন কিশোরী আফরোজা (১৬) এর আত্মহত্যা প্ররোচনায় এই চেয়ারম্যানকে আসামি করে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বরখাস্তের আদেশ সম্বলিত একটি চিঠি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এসে পৌঁছায় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। উল্লেখ্য, গত বছর ৯ ডিসেম্বর কতিপয় বখাটে মিথ্যা অভিযোগে আফরোজা এবং ট্রাক্টর ড্রাইভার নিমাই নামে এক লম্পটকে একত্রে বেধে প্রকাশ্য রাজপথ দিয়ে সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয় এবং দু’জনের হাত একত্রে বেধে আনার সেই ছবি ফেসবুকে প্রকাশে লজ্জায় অপমানে কিশোরী আফরোজা ১০ ডিসেম্বর বিকালে আত্মহত্যা করে। এই ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌকিদার ইসমাইল সহ ৩  জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। দুই সপ্তাহ পরে চেয়ারম্যান মনিরুল ইসলাম জামিনে বের হয়ে আসে। উপজেলা নির্বাহী অফিস এবং ইউনিয়ন পরিষদের পৃথক দুটি সূত্র সাময়িক বরখাস্তের চিঠির সত্যতা স্বীকার করেন। তবে এমন কোন চিঠি পাননি বলে সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন