সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দ.এশিয়ায় দেড় কোটি শিক্ষক প্রয়োজন

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী ২০৩০ সালে মধ্যে বৈশ্বিক শিক্ষা হারের লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশিয়ায় এক কোটি ৫০ লাখের (১৫ মিলিয়ন) বেশি শিক্ষক নিয়োগ করতে হবে। ইউনেস্কোর শিক্ষকদের মূল্যায়ন, তাদের মর্যাদা বৃদ্ধি শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ইউনেস্কো প্রথমবারের মতো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে ২০১৫ সালে দক্ষিণ এশিয়ায় জাতিসংঘের সদস্য দেশগুলোকে এ শিক্ষক নিয়োগ করতে হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ বিশেষ করে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে শিক্ষক স্বল্পতা মারাত্মক আকার ধারণ করেছে। এসব দেশে প্রাথমিকে ৩৪ জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক এবং ২০১৪ সালের জরিপ অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৯ জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক শিক্ষা দিয়ে থাকেন। বিবিসি,রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন