সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘন কুয়াশায় ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ থাকে। গতকাল শনিবার সকাল ৯টায় ঘন কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচর শুরু হয়। এতে দুই পাড়ে যাত্রীবাহী বাসসহ  ৬ শতাধিক গাড়ি ফেরি পারাপারের জন্য আটকে রয়েছে। ফলে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে সৃষ্টি হয়েছে যানজট। ফলে শীতের মধ্যে দুই ঘাটে ও ফেরিতে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ম্যানেজার শফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই পদ্মা নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে নৌপথের দিক ফেরি চালকদের দৃষ্টির বাইরে চলে গেলে ফেরি ও লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ শুক্রবার রাত ১টা ৩০মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এসময় ১৫টি ফেরি পাটুরিয়া ঘাটে এবং ২টি ফেরি দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহন বোঝাই করে নৌঙর করে থাকতে বাধ্য হয়। এদিকে উভয় ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও পণ্যবোঝাই ট্রাকসহ ৬ শতাধিক যানবাহন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন