সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাঁশ বোঝাই ভ্যান উল্টে চালকের মৃত্যু

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলায় গতকাল শনিবার বাঁশ বোঝাই ভ্যান উল্টে চালক আনছার আলী (৩৮) এর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার গুনাহারের পাল্লা পাড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আনছার আলী ঘটনার দিন সকালে সিংড়ার ইসলামী জলসার জন্য স্থানীয় সাহারপুকুর বাজার থেকে ভ্যানে বাঁশ বোঝাই করে নিয়ে যাচ্ছিল। সিংড়া-আমষট্ট সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছলে আকস্মিক ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যান চালক আনছার আলী বাঁশ বোঝাই ভ্যানের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়।
সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২
দুপচাঁচিয়া থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত মহিলা আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার জিয়ানগরের চকপাড়া গ্রামের মোন্তাজ উদ্দিন ওরফে মমতাজের স্ত্রী ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোছাঃ তারা বানু (৫০)। এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে সদরের বম্বপাড়ার খলিলের পুত্র আব্দুল করিম (৪৫)। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মহিলাসহ ২ জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদ্বয়কে শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন