সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাক্ষী হওয়ায় চা-দোকানির হাত-পা ভেঙে দিলো মাদক ব্যবসায়ীরা

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : মাদক মামলার সাক্ষী হওয়ায় যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার অগ্রভুলট বাজারে শুক্রবার রাতে হযরত আলী (৪০) নামে এক চা-দোকানির হাত-পা পিটিয়ে ভেঙে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর ডিবি পুলিশের এসআই এজাজুর রহমান গত ৩ জানুয়ারি হযরত আলীর চায়ের দোকানের সামনে থেকে অগ্রভুলট গ্রামের হাফিজের ছেলে মাদক ব্যবসায়ী হজরতকে আটক করে। মাদক ব্যবসায়ীদের কথিত আশ্রয়দাতা ইউপি মেম্বার তবিবর রহমান ২০-৩০ ব্যক্তিকে নিয়ে পুলিশের কাছ থেকে হযরতকে ছাড়িয়ে নিয়ে যান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে হজরতকে ৪৬ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই এজাজুর রহমান শার্শা থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামি করা হয় হজরত, ইউপি মেম্বার তবিবরসহ ১০ জনকে। পুলিশ ওই মামলায় সাক্ষী করে চা দোকানি হযরত আলীকে। মামলার নকল কপি হাতে পাওয়ার পর ইউপি মেম্বার তবিবরসহ ১০-১২ জন রাতে চা-দোকানিকে মারপিট করে তার হাত-পা ভেঙে দেন। সেই সাথে তার চায়ের দোকানটিও ভেঙে দেয়া হয়। হযরত বর্তমানে বাগআঁচড়া বাজারের একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। উন্নত চিকিৎসার্থে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিতে দিচ্ছে না সন্ত্রাসীরা। হুমকি দেওয়া হচ্ছে তার পরিবারকে। ফলে ভয়ে পরিবারটি এখনও থানায় মামলাও করতে পারেনি। এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান জানান, বিষয়টি কেউ তাকে জানায়নি। তিনি এ ব্যাপারে খোঁজ নেবেন বলে জানান। তবে স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা বিষয়টি মীমাংসা করবেন বলে তিনি জেনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন