কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই রেশমবাগান তংচঙ্গ্যাপাড়া এলাকায় গতকাল শনিবার সকাল শাড়ে ৯টায় বিদ্যু শর্ট সার্কিটে কাজল তংচঙ্গ্যা নামক এক মুদি দোকানদারের একটি আধাপাকা ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দোকানদার কাজল জানায়, অগ্নিকান্ডে তার ঘরে রক্ষিত নগদ পঞ্চাশ হাজার টাকা, আশিমন ধান, আসবাবপত্র, টিভি, স্বর্ণসহ প্রায় ৭ লক্ষ টাকার পরিমাণ ক্ষতিসাধান হয়েছে বলে উল্লেখ করেন। ফায়ার সার্ভিস আসার পূর্বেই এলাকার লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ও সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা ঘটনাস্থল পরিদর্শন করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন