শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অ্যাকশনের পর দিশা পাটানির রোমান্স

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

জীবনী চলচ্চিত্র ‘এম. এস. ধোনি : দি আনটোল্ড স্টোরি’ দিয়ে হিন্দি ফিল্মে দিশা পাটানির অভিষেক হয়েছে। অবশ্য এর আগে থেকেই তিনি বলিউডে পরিচিতি পেয়েছেন টাইগার শ্রফের সম্ভাব্য প্রেমিকা হিসেবে। তারা একসঙ্গে একটি মিউজিক ভিডিওকে পারফর্মও করেছেন। এছাড়া জ্যাকি চ্যানের সঙ্গে তিনি এখন ‘কুংফু ইয়োগা’ নামে একটি আন্তর্জাতিক প্রজেক্টেও কাজ করছেন।
তার একমাত্র হিন্দি ফিল্মের জন্য বেশ পরিচিতি পেয়েছেন তাতে এখন বেশ ভাল অফার পাচ্ছেন। এর মধ্যে সুরজ পাঞ্চোলির সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করার অফার পেয়েছিলে তিনি। কিন্তু তিনি এই অফার গ্রহণ করেননি। তাকেই এজন্য অগ্রাধিকার দেয়া হচ্ছিল। এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন রেমো ডি’সুজা। অফারটি নিঃসন্দেহে আকর্ষণীয় ছিল। তবে দিশা শুধু প্রতিষ্ঠিত অভিনেতাদের বিপরীতে কাজ করা নীতি গ্রহণ করায় এটি গ্রহণ করেননি। এখনও চলচ্চিত্রটির নায়িকার খোঁজ চলছে। আর দিশার জন্য পথও খোলা আছে।
চলচ্চিত্রটিতে কাজ নেন আর নাই নেন, জানা গেছে দিশা তার আগামী চলচ্চিত্রের জন্য একটি রোমান্টিক কাহিনীকেই বেছে নেবেন।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন