বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভর্র্তি বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সাঁথিয়া (পাবনা) উপজেলা সংবাদদাতা : সাঁথিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ এর বিরুদ্ধে ভর্র্তি বাণিজ্যসহ ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, বছরের শুরুতেই  সাঁথিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য প্রচার চালায় এবং ভর্তি ফরম বিক্রি করা হয়। প্রধান শিক্ষক বিজয় দেব নাথ সরকারি কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে গত ২৫ ডিসেম্বর বড় দিনের ধর্মীয় উৎসবের সরকারি ছুটি থাকাও সত্ত্বেও ওই দিন ভর্তি পরীক্ষা নেন। অভিযোগ রয়েছে, ভর্তি সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটি ও কোন শিক্ষকের সাথে আলোচনা না করেই ব্যক্তি স্বার্থে নিজের মনগড়া ভাবে প্রায় ৫শ’ ভর্তি ফরম প্রতিটি ফরম ১শ’ টাকা হারে বিক্রি করে। পরবর্তীতে ১৩ দিন পর একই হারে পুনরায় ভর্তি ফরম বিক্রি করেন এবং ৭ জানুয়ারি শনিবার দ্বিতীয় দফায় ১৭২ জন ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। অভিযোগ রয়েছে দ্বিতীয় যারা ভর্তি পরীক্ষায় অংশ নেয় তাদের অধিকাংশই প্রথম ভর্তি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ে কর্মরত একাধিক শিক্ষক জানান, প্রধান শিক্ষক ভর্তি পরীক্ষার খাতা বাসায় নিয়ে নিজেই দেখেন এবং ফলাফল নিজেই টাঙ্গিয়ে দেন। খোঁজ নিয়ে জানা যায়, ফরম বিক্রিত অর্থ এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীতে ভর্তির প্রায় ১০ লক্ষাধিক টাকা প্রধান শিক্ষক ব্যাংকে জমা না রেখে নিজের কাছে রেখেছেন যা আত্মসাতের সামিল। প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের নিকট ভর্তি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ভর্তি সংক্রান্ত ব্যাপারে তার বিস্তারিত জানা ছিল না। সামনের বছর থেকে নিয়ম মেনে চলবেন। এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি রবিউল করিম হিরু জানান, ভর্তি সংক্রান্ত বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, অত্র বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির ছড়াছড়ি। দুই দফায় ভর্তি পরীক্ষা নেওয়ার কোন বিধান নেই। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ভর্তি সংক্রান্ত কমিটির সভাপতি  উপজেলা নির্বাহী অফিসার। তারপর আমি বিষয়টি খতিয়ে দেখবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা  করে পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন