শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দীর্ঘ প্রতীক্ষার পর রাঙ্গামাটিতে দৃষ্টি প্রতিবন্ধীদের হোস্টেল নির্মাণ শুরু

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাঙ্গামাটি জেলা সংবাদদাতা : দীর্ঘ প্রতীক্ষার পর রাঙ্গামাটি জেলা দৃষ্টি প্রতিবন্ধীদের হোস্টেল নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাসের নাগাদ এই ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। গত বৃহস্পতিবার দ্বিতল এই ভবনের বেইজ ঢালাই কাজ শেষ হয়েছে। এই হোস্টেল নির্মাণ হলে রাঙ্গামাটি জেলার দৃষ্টি প্রতিবন্ধীরা তাদের নিজস্ব একটি ভবনের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। রাঙ্গামাটি জেলা সমাজ সেবা বিভাগ এই দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেলের দায়িত্বে থাকবে। রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি স্কুলের পাশে এই ভবন নির্মাণ করা হচ্ছে। রাঙ্গামাটি গণপূর্ত বিভাগ ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলা পর্যান্ত নির্মাণ করবে। এই ভবনে প্রতিবন্ধীদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রাখা হবে। পার্বত্য রাঙ্গামাটি জেলায় দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে তাদের নিজস্ব একটি ভবন পেলো। রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকমল চাকমা জানান, সরকারের ঘোষণা অনুয়ায়ী রাঙ্গামাটি জেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে গণপূর্ত বিভাগ রাঙ্গামাটি দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেল নির্মাণ কাজ করছে। এই ভবনে নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৪ লাখ টাকা। এই ভবনটি তিন তলাবিশিষ্ট পর্যন্ত হবে। বর্তমানে এই ভবনের দ্বিতল পর্যন্ত কাজ করা হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমরা এই ভবনের কাজ শেষ করতে পারবো আশার করছি। তিনি বলেন, খাগড়াছড়ির ঠিকাদারী প্রতিষ্ঠান অনন্ত বিকাশ চাকমার নামে একই কাজ করা হচ্ছে। এ বিষয়ে ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ভূমি নিয়ে জটিলতা থাকার কারণে কাজ শুরু করতে একটু দেরী হয়েছে। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটি শেষ করে ফেলতো পারবো। কাজের গুণগত মান ঠিক রেখে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি ভালো হোস্টেল নির্মাণ করার প্রচেষ্টায় আছি। তিনি বলেন, প্রতিনিয়ত অফিসের নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলীরা কাজের সাইডে উপস্থিত থেকে কাজ বুঝে নিচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন