মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঘন কুয়াশা আর কনকনে শীতে চাটমোহরে বিপর্যস্ত জনজীবন

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহরে টানা কয়েকদিনের ঘন কুয়াশা আর আর্দ্র আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পর্যাপ্ত সূর্যালোকের অভাবে মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা গেছে। ইতোমধ্যে বিভিন্ন সবজি গাছের পাতা বিবর্ণ হয়ে বাদামি ও কালচে হয়ে কুকড়ে ঢলে পড়ে মারা যাচ্ছে। টানা কয়েকদিনের ঘন কুয়াশার কারণে আলুতে আর্লি লেট বাইট বা ধসা রোগ ছড়িয়ে পড়েছে। দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা ধরনের ছত্রাকজনিত রোগের আগমন ঘটছে। গত কয়েকদিনের অব্যাহত ঘন কুয়াশা আর আর্দ্র আবহাওয়ায় কারণে প্রচ- শীতে মানুষসহ প্রাণিকুল বিপর্যস্ত হয়ে পড়েছে। চাটমোহর উপজেলাসহ চলনবিলাঞ্চলের সবকটি উপজেলার বিশেষ করে চরাঞ্চলের মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণিকুল সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে। কুয়াশা আর শীতের কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কোল্ড ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন হাসপাতালে এবং ক্লিনিকে প্রতিদিন শীতজনিত রোগীদের ভিড় বাড়ছে। কয়েকদিনের ঘন কুয়াশা তীব্র শীতের জানান দেবার কারণে এ অঞ্চলে গরম কাপড়ের দাম ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। বিকেল হওয়ার সাথে সাথে ঘন কুয়াশা পড়তে থাকে আর বেলা ১১টা পর্যন্ত এই কুয়াশা থাকে সূর্য্যরে আলো দেখা মিলছে না। হেড লাইট জ্বালিয়ে অত্যন্ত ধীর গতিতে সড়কে যানবাহন চলছে। সন্ধ্যার পর শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। চাটমোহর উপজেলাসহ চলনবিলাঞ্চলের সবকটি উপজেলার বিশেষ করে চরাঞ্চলের মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণিকুল সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন