মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রীপুরে মোবাইলে টাকা দাবি করে অপহরণ ও প্রাণনাশের হুমকি

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলার হোমিও ডাক্তারদের মোবাইলে টাকা দাবি করে গত ২৫ দিন যাবৎ অজ্ঞাত দুর্বৃত্তরা হুমকি দিয়ে আসছে। অপহরণ ও খুনের ভয়ে আতঙ্কে রয়েছেন উপজেলার পৌনে ২ শতাধিক হোমিও চিকিৎসক। উপজেলা হোমিও চিকিৎসক সমিতি সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলায় ১৭৮ জন হোমিও চিকিৎসক চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। গত ১৬ ডিসেম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন পরিচয়ে প্রায় অর্ধশতাধিক হোমিও চিকিৎসকের নিকট মোবাইল ফোনে ২ থেকে ৫ লাখ টাকা দাবি করছে। ঘটনাটি প্রকাশ করলে কিংবা টাকা না দিলে ডাক্তার ও তাদের সন্তানদের অপহরণসহ খুন করবে বলে হুমকি দিচ্ছে। ইতোমধ্যে হুমকির মুখে বেড়াইদেরচালা আনসার রোড মোড়ের মা-বাবা হোমিও মেডিক্যাল সেন্টারের স্বত্বাধিকারী ডা: মো: আসলাম উদ্দিন জীবন বাঁচাতে গত দু’দিন আগে ০১৭৬১৩৮৭৮২৭ নাম্বারের বিকাশ অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠিয়েছেন। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ও প্রফেসর হোমিও হলের স্বত্বাধিকারী ডা: মেজবাহুল মাওলা জানান, অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে তার নিকট ৫ লাখ টাকা দাবি করেছে। শ্রীপুরের আমতলী মোড় এলাকার হোমিও সুস্বাস্থ্যের মালিক  অধ্যক্ষ ডা: মো: আব্দুল ওয়াদুদ জানান, তার মোবাইলে পাপ্পু সরকার পরিচয় দিয়ে ও তার লোকজন জেলে আটক আছে তাদেরকে ছাড়িয়ে আনতে অনেক টাকা দরকার, তাই বিকাশ করে ৫ লাখ টাকা পাঠাতে বলে। মুলাইদ এলাকার হোমিও কেয়ারের স্বত্বাধিকারী ডা: আসাদুজ্জামান জানান, তার কাছে অজ্ঞাত এক ব্যক্তি সামর্থ্য অনুযায়ী টাকা দাবি করে। শ্রীপুর উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির সহ-সাধারণ সম্পাদক ডা: এ কে এম ইয়াহিয়া আরিফ জানান, অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে একে একে হোমিও ডাক্তারদের নিকট ২ থেকে ৫ লাখ টাকা দাবি করে আসছে। অধিকাংশ চিকিৎসক জানান, অজ্ঞাত ব্যক্তিরা ০১৯৯৪৪৪৩৪৫২, ০১৯৯৪৪৪৩৪৫১, ০১৭৪২৫০৮৫৩৮ ও ০১৭৬১৩৮৭৮২৭ নং বিকাশ নাম্বারে দ্রুত টাকা পাঠানোর জন্য হুমকি দিচ্ছে। নাম প্রকাশ না করে একজন হোমিও চিকিৎসক জানান, অজ্ঞাত ব্যক্তিরা টাকা দাবি করে হুমকি দিচ্ছে যে, টাকা না দিলে তাদের অপহরণসহ খুন করে ফেলবে। এ ঘটনায় উপজেলার পৌনে দুই শতাধিক হোমিও চিকিৎসকদের মধ্যে চরম আতঙ্ক-উৎকণ্ঠা বিরাজ করছে। হোমিও চিকিৎসকরা এ ব্যাপারে ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। আতঙ্কিত ডাক্তাররা অপরিচিত ব্যক্তির মোবাইল ফোনও রিসিভ করছে না বলে জানা গেছে। উপজেলা হোমিও চিকিৎসক সমিতির সভাপতি ডা: মো: মোস্তফা কামাল জানান, যাদের হুমকি দেয়া হয়েছে তাদের আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দিয়েছি। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা: আব্দুল ওয়াদুদ গতকাল মঙ্গলবার সমিতির পক্ষে বাদি হয়ে শ্রীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। শ্রীপুর মডেল থানার সেকেন্ড অফিসার হেলাল উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন