মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইতিহাসের শিক্ষা হলো দমন পীড়ন করে দেশ শাসন করা যায় না-ব্যারিস্টার মওদুদ

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহাম্মদ বলেছেন, যারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসেছেন, তারাই দেশে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছেন। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন হলেন। তারপর বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন। ৪১ বছর হলেও গণতন্ত্র হরিয়ে ফেলছি। এই গণতন্ত্র আবার আমরা ফিরিয়ে আনতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদারপন্থী দল। এই দল জনগণের এবং এই জনতার দাবী গণতন্ত্র আবার ফিরিয়ে আনতে পারবো। সরকার ভুলনীতির জন্য অনুতপ্ত হবে। ইতিহাসের শিক্ষা হলো দমন পীড়ন করে দেশ শাসন করা যায় না। সিনিয়র এই নেতা আরো বলেন, সরকারের উচিত হবে আলাপ-আলোচনার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে এবং জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থা করতে হবে। এতে দেশের জঙ্গীবাদ উগ্রবাদ নিপাত যাবে।
তিনি গতকাল শনিবার সকাল ১১টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরমিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালীর পৌর মেয়র ও জেলা বিএনপিসাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ আজাদ, ফোরকানে আলম, কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম সিকদার, আহসান উল্যাহ মানিক, জাহাঙ্গীর আলম, আবদুল মতিন লিটন, মাহমুদুর রহমান রিপন, ফজলুল কবির ফয়সল, জাহিদুর রহমান রাজন প্রমুখ।
ব্যারিস্টার মওদুদ আরো বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কেউ সরাতে পারবে না। এই ক্রান্তিকালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই দেশের মানুষ আবার রায় দিবে। এতে বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তি আবার দেশ পরিচালনা করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন