স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে ২৬ জানুয়ারি দিনধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার এ দিন ধার্য করেন। এ মামলাসহ জিয়া চ্যারিটেবল মামলায় হাজিরা দিতে সকাল ১১টার দিকে আদালতে উপস্থিত হন খালেদা জিয়া।
খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া অরফানেজ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক নুর আহম্মেদ প্রথমে আদালতে সাক্ষ্য দেন। এরপর খালেদার আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা শেষে মামলার আত্মপক্ষের সমর্থনে আগামী ২৬ জানুয়ারি দিনধার্য করেন আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন