শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

২০০ টাকায় বয়স্ক ভাতার কার্ড

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নে এক মহিলা সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার কার্ডপ্রতি দুইশ টাকা নেয়ার অভিযোগ উঠেছে। ফলে ওই এলাকার বয়স্ক লোকেরা হয়রানির শিকার হচ্ছেন। সরেজমিনে জানা যায়, কামারপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে অগ্রণী ব্যাংক সৈয়দপুর বাজার শাখার কর্মকর্তা বয়স্ক ভাতা প্রাপ্তদের হাতে মাসিক অর্থ বুঝিয়ে দেন। এ সময় ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য কদর বানু চাপ প্রয়োগ করে অর্থ আদায় করেন। তিনি প্রত্যেক বয়স্ক ভাতাপ্রাপ্তের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা দাবি করেন। অসহায় বৃদ্ধ নারী-পুরুষ উপায়ন্তর না  পেয়ে টাকা দিতে বাধ্য হন। সম্প্রতি এলাকার খাদিজা বেগমের (৬৫) কাছ থেকে ২০০ টাকা নেন ওই মহিলা সদস্য। সাংবাদিক পরিচয় দিয়ে ওই মহিলা সদস্যের কাছে জানতে চাওয়া হয় কেন তিনি এই টাকা নিলেন। মহিলা সদস্য কদর বানু বলেন, ওরা খুশি হয়ে আমাকে চা-মিষ্টি খাওয়ার জন্য আমাকে টাকা দিয়েছেন। ওই মহিলা সদস্য দম্ভ করে বলেন, পত্রিকায় লেখালেখি করে আমার কেউ কিছু করতে পারবে না। এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, ফেয়ার প্রাইস চালের কার্ড দেয়ার নাম করে দুঃস্থ অসহায় মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নেয়ার অভিযোগ রয়েছে ওই মহিলা সদস্যার বিরুদ্ধে। ভিজিডি, ভিজিএফ কার্ড বিতরণসহ নানা কাজে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন এলাকাবাসী। এ ব্যাপারে কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, এমন ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার দায়ভার পুরোটাই ওই মহিলা সদস্যার ওপর বর্তাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন