স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর কাহিনী আরও জমজমাট হতে যাচ্ছে। আর এর অংশ হতে যাচ্ছে নতুন এক চরিত্র।
শিবাঙ্গী জোশি রূপায়িত নায়রার চলমান বাগদানের কাহিনীতে একটি নতুন চরিত্রকে দেখা যাবে। আর এই চরিত্রটি হল মোহেনা সিং অভিনীত কীর্তির স্বামী। আর এই ভ‚মিকায় অভিনয় করবেন রোমিত শর্মা। রোমিত সর্বশেষ অভিনয় করেছেন সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ‘কুছ রঙ পেয়ার কে এয়সে ভি’ সিরিয়ালে এবং ‘এমটিভি ওয়ারিয়র হাই’তে।
কীর্তি আর তার স্বামী ঋষভকে দাম্পত্য কলহে জড়াতে দেখা যাবে কিন্তু গোয়েঙ্কা পরিবারের সদস্যদের কাছে তা অজানা রয়ে যাবে। ঋষভ চরিত্রটি আসবে নায়রা আর কার্তিকের বাগদানের সময়।
এই প্রসঙ্গে রোমিত বলেছেন, “হ্যাঁ, আমি ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে যোগ দিচ্ছি। আমার চরিত্রটি একজন ধনী ব্যবসায়ীর। সে খুব বিলাসী জীবন যাপন করে। স্ত্রীর প্রতি তার কোনও ভালোবাসা অবশিষ্ট নেই। এই শোয়ের অংশ হতে পেরে আমি আনন্দিত।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন