বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো উপস্থাপনা করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। জিটিভি’র প্রচার চলতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানের উপস্থাপনার মধ্যদিয়ে উপস্থাপনায় নাম লেখালেন তিনি। এরইমধ্যে মৌসুমীর উপস্থাপনায় কয়েকটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে এফডিসি’র একটি ফ্লোরে। উপস্থাপনা প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘নতুন অভিজ্ঞতা হলো উপস্থাপনা করতে এসে। প্রতিমুহূর্তে মনে হয়েছে উপস্থাপনা একটি চ্যালেঞ্জিং কাজ। এ বিষয়ে অনেক কিছুই জানতে হয়। তা না হলে উপস্থাপনায় নিজেকে এগিয়ে নেয়া সম্ভব নয়। জিটিভি কর্তৃপক্ষের কাছে অমি কৃতজ্ঞ, তারা আমাকে উপস্থাপনা করার সুযোগ তৈরি করে দিয়েছেন।’ মৌসুমী হামিদ জানান, তার উপস্থাপনার পর্বগুলো শিঘ্রই প্রচার শুরু হবে। ‘আজকের অনন্যা’ সর্বশেষ উপস্থাপক ছিলেন বাঁধন। এদিকে সম্প্রতি কুয়াকাটা ঘুরে এসেছেন মৌসুমী সুমন আনোয়ার পরিচালিত ‘কয়লা’ চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখে। চলতি বছরের মাঝামাঝি সময়ে এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে জানান মৌসুমী। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে সাফি উদ্দিন সাফির ‘বø্যাক মানি’, অনন্য মামুনের ‘বø্যাক মেইল’, সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ এবং আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। এছাড়া মৌসুমী ইমরাউল রাফাতের নির্দেশনায় নতুন ধারাবাহিক নাটক ‘সিনেমাটিক’র কাজ শুরু করেছেন। ভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকের প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন