বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অর্ধশতাধিক স্থানে পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মোশাররফ হোসেন, নীলফামারী থেকে : নীলফামারী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেছেন, নীলফামারী জেলা পরিষদ হবে একটি গণমুখী পরিষদ। সেখানে থাকবে না কোনো দুর্নীতি, ঘুষ, অন্যায়-অবিচার। সেখানে থাকবে শুধু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকতার উন্নয়নের ছোঁয়া, আর জেলার ১৬ লাখ মানুষের সেবা দেয়ার পরিষদ। সেবা দেয়ার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করা। নীলফামারী জেলা পরিষদকে একটি মডেল জেলা পরিষদ এবং ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত জেলা গড়ার ঘোষণা দেন। তিনি গত শুক্রবার বিকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে নীলফামারী জেলা শহর পর্যন্ত অর্ধশতাধিক স্থানে পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথাগুলো বলেন। পথসভাগুলোতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শ্রমিক নেতা মোস্তাফিজার রহমান দুলাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মো. সোয়েম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, মিসেস লায়লা আবেদীন ও নবনির্বাচিত জেলা পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ। এছাড়া সাথে ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ফজলুল হক, সদর থানা কমান্ডার শহিদুল ইসলাম, ডা. রেজাউল ইসলাম রেজা, বিআরডিবির চেয়ারম্যান খালেকুজ্জামান খালেক, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবু। গত ১১ জানুয়ারি গণভবনে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন