অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী দীপিকা কাক্কার ‘সাসুরাল সিমার কা’ সিরিয়ালটি ছেড়ে দিলেন। কালার্স টিভির জনপ্রিয় এই সিরিয়ালটিতে তিনি কেন্দ্রীয় চরিত্র সিমারের ভূমিকায় অভিনয় করে আসছিলেন; এছাড়া তিনি এতে সুনয়না নামে এক প্রতারক নারীর ভূমিকাও করেছেন।
২০১১ সালের এপ্রিলে সিরিয়ালটির যাত্রা শুরু হওয়া থেকেই তিনি এর সঙ্গে ছিলেন। সিমারের ভূমিকায় ছয় বছর পূর্তির দুই মাস আগেই তিনি চিরতরে সিরিয়ালটি ছাড়লেন। জানা গেছে মাস তিনের আগে তিনি নির্মাতাদের তার সিরিয়াল ছেড়ে দেয়ার ব্যাপারে অবগত করেন। এখন তার নোটিস পিরিয়ড চলছে, ফেব্রæয়ারির মাঝামাঝি সময় তা শেষ হবে। তিনি এর আগে ২০১৪তেও একবার সিরিয়ালটি ছেড়ে দিয়েছিলেন, তবে পরে সিদ্ধান্ত বদল করেন।
এক সূত্র বলেছে, “এবার তিনি বিষয়টি চূড়ান্ত করেছেন। দীপিকা তার একান্ত জীবনে মন দেবার জন্য সময় নিতে চাইছেন।”
দীপিকা বর্তমানে অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে প্রেম করছেন। শোয়েব ‘সাসুরাল সিমার কা’ সিরিয়ালে মূল প্রেমের ভূমিকায় অভিনয় করতেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন