বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত ফুলবাড়ীর জনজীবন

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : হিমালয় থেকে ধেয়ে আসা শীতে বিপর্যস্ত দিনাজপুরের ফুলবাড়ীসহ উত্তর জনপদের স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। একদিনে ঠান্ডা কাপড়ের অভাব, অন্যদিকে ঠিকমত কাজ করতে না পারায় খেটে খাওয়া দিন মজুর শ্রেণীপেশার মানুষদের দিন কাটলেও যেন রাত কাঁটছেনা। এই এলাকায় বেশ কদিন ধরেই কমতে শুরু করেছে স্বাভাবিক তাপমাত্রা। সেইসাথে হিমালয়ের হিমেল বাতাস বইতে শুরু করায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার চিন্তামন গ্রামের অটোবাইক চালক সুমন চন্দ্র জানান, চরম শীতের কারণে এমনিতেই ঘর থেকে বের হওয়া যাচ্ছেনা, শীতের তীব্রতায় হাত-পা জড়োসড়ো হয়ে যাচ্ছে। তারপরেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয়েছে। একইভাবে রিকশা চালক ফকির আলী বলেন, প্রতিদিনের রোজগারের টাকায় চলে সংসার, একদিন কাজ না করলে পেটে ভাত জুটবেনা। তাই শীত উপেক্ষা করেই চাতক পাখির মতো চেয়ে থাকা কখন মিলবে যাত্রী। কিন্তু শীতের কারনে লোকজন ঘর থেকে বের না হয়ায় যাত্রী সংখ্যাও খুবই কম। তাই রোজগার কমে যাওয়ার দুর্ভোগের মধ্যেই পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাদের। তীব্র শীত আর রাতে ঘন কুয়াশার চাদরে আচ্ছাদিত এই জনপদে মহাসড়কে চলাচলরত যানবাহনগুলো প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগ। তীব্র শীতের কারণে শিশু ও বয়স্করা  ডায়েরিয়া রোগে আক্রান্ত হচ্ছেন বেশী বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন