রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৩ শতাধিক মানুষ

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাটে এবার অন্ধত্ব থেকে মুক্তি পেল ৩০০ নানা বয়সী নারী, পুরুষ ও শিশু। চক্ষুশিবির থেকে বাছাইকৃত রোগীদের মধ্য থেকে ৩০৫ জন রোগীকে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে ২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন, লেন্স সরবরাহ ও সেবা দেওয়া হয়। গতকাল রোববার দুপুরে ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের (জেলা ৩১৫ এ২) সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। “অন্ধত্ব প্রতিরোধ করুন”Ñএ স্লোগান নিয়ে বাগেহাটের মংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির আয়োজন করে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ২। ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই চক্ষুশিবিরে মংলা, রামপাল, ফকিরহাট, বাগেরহাট, মোড়েলগঞ্জ, শরণখোলা, দাকোপসহ আশপাশ উপজেলার ৩ হাজার ৬ শত রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। এই চক্ষুশিবির থেকে ছানি, নেত্রনালী, মাংসবৃদ্ধি ও ট্যারিজম অপারেশনের জন্য প্রায় ৪০০ জন রোগীকে বাছাই করা হয়। এর মধ্যে রয়েছে নারী, পুরুষ ও শিশু। এর আগে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ২০০৯ সাল থেকে শুরু করে প্রতি বছর এই অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জন্য চক্ষুশিবির আয়োজন করেন। এ পর্যন্ত ৫০ হাজারের বেশি চক্ষু রোগীর প্রাথমিক চিকিৎসা এবং ৩ হাজার ৮ শতাধিক রোগী ছানি, নেত্রনালী, মাংসবৃদ্ধি ও ট্যারিজম অপারেশনের মাধ্যমে সুস্থ ও অন্ধত্বের হাত থেকে মুক্তি পেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন