রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কিশোরগঞ্জে বিএনপির ৭৯ নেতাকর্মীর মুক্তি দাবি

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাতসহ কারাগারে আটক বিএনপির ৭৯ জন নেতাকর্মীর মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে শহরের বিজয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রথখলা এলাকায় গেলে পুলিশ বাধা দেয়। পরে রথখলা মোড়ে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী খান মামুন, জেলা বিএনপিসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান পার্ণেল প্রমুখ। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি কুলিয়ারচর থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা দুটি মামলায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ বিএনপির ৪১ জন নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে থেকে ৩৮ জন নেতাকর্মী বিভিন্ন মামলায় জেলহাজতে রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন