শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অভ্যন্তরীণ

বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়ক ধসে নদীগর্ভে

কুশিয়ারার আকস্মিক ভাঙন

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আবুল কালাম আজাদ, বালাগঞ্জ (সিলেট) থেকে : কুশিয়ারার আকস্মিক ভাঙনে বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ রাস্তার বেশ কিছু অংশ ধসে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত শনিবার দুপুরে দিকে এ ভাঙনের ঘটনা ঘটেছে। বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের কোনামধুরাই গ্রামে নদী ঘেঁষা বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের প্রায় ২০/২৫ মিটার অংশ আকস্মিকভাবে কুশিয়ারার ভাঙনে আক্রান্ত হয়। ভাঙনের পর পরই এই সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দুই পাশে আটকা পড়ে আছে বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জগামী ছোটবড় শতাধিক গাড়ি। এর ফলে যাত্রীদেরকে পায়ে হেঁটে কিংবা বিকল্প রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। ভাঙনে পিচ রাস্তাসহ রাস্তার পাশে লাগানো সরকারি ও ব্যক্তি মালিকাধীন ছোটবড় অসংখ্য গাছগাছালি নদীর পেটে চলে গেছে। ভাঙনকবলিত স্থানটি আরও ব্যাপক ভাঙনের শিকার হয়ে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এখনো ভাঙন অব্যাহত রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আশপাশের বাড়ির লোকজন আতঙ্কের মধ্যে রয়েছেন। নদী ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পূর্ব গৌরীপুর ইউনয়নের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস ও বালাগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তকর্তারা। চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস জানান, মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই নদীর পারে গাছ গালানো ভূমিসহ পাকা সড়ক বেশ কিছু অংশ নদীতে চলে গেছে। রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকায় দুই পাশে অনেক গাড়ি আটকা পড়ে আছে। বালাগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, পাকা রাস্তার প্রায় ২০ মিটার অংশ ভেঙে যাওয়ায় রাস্তার দুই পাশের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এই স্থানে আরো ভাঙন হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই দ্রুত বিকল্প রাস্তার মাধ্যমে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন