শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রতারকের খপ্পরে ৮ যুবক

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বানারীপাড় (বরিশাল) উপজেলা সংবাদদাতা : প্রতারকদলের চাকরির প্রলোভনের খপ্পরে পড়েছে বানারীপাড়ার ৮ যুবক। প্রতারণার শিকার হওয়া যুবকরা জানায়, উপজেলার চাউলাকাঠী গ্রামের মোঃ মতিন তার ব্যক্তিগত বিকাশ নাম্বার (০১৭৬০২০১৫৮৫) থেকে প্রথমে বানারীপাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান আঃ জলিল ঘারামীকে জানায়, একটি জাতীয় পত্রিকার প্রেস বিভাগে লোক নিয়োগ দিবে। আগ্রহী লোক থাকলে তাদের কাগজপত্র পাঠনোর জন্য বলে। চেয়ারম্যান তার এলাকার ব্রাহ্মণকাঠী গ্রামের যুবকদের বিষয়টি জানায়। এ সংবাদের ভিত্তিতে যুবক রাজিব, হাসানাত, মেহেদী হাসান, সাকিব, আরিফ, সজিব ও কামরান মোঃ মতিনের সাথে মোবাইলে যোগাযোগ করে। এক পর্যায়ে মতিনের কথা অনুযায়ী প্রথমে ৩ নভেম্বর ২ হাজার ৬৫০ টাকা করে ওই যুবকরা মতিনের বিকাশ নাম্বারে  পাঠায় । এরপর আরো ৫শ’ করে ৮ যুবক মতিনকে টাকা পাঠায়। এ সময় মতিন জানায়, ১৫ নভেম্বর তাদের ঢাকায় চাকরীতে যোগ দেয়ার জন্য নিয়োগ পত্র দেয়া হবে। এরপর থেকে কথিত মতিনের ওই নাম্বারে যোগাযোগ করলে মতিন কাউকে সে চিনেনা  এবং কিসের চাকরী বলে ধমকায়। এ ঘটনা যুবকরা চেয়ারম্যান আঃ জলিল ঘারামীকে জানায়। চেয়ারম্যান প্রতারক মতিনের নাম্বারে ফোন করে জানতে চাইলে উল্টো বিশ্রি ভাষায় গালমন্দ করে টাকা নেওয়া ও চাকরি দেয়ার বিষটি অস্বীকার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন