শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্কুলমাঠ সংরক্ষণের নির্দেশ

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের চন্দনাইশের বরকল এসজেড উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মাঠে মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করেন। রুলে মার্কেট নির্মাণ রোধে বিবাদিদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব, শিক্ষা সচিব, এলজিইডির প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়াও মার্কেট নির্মাণ করতে গিয়ে ভেঙে ফেলা স্কুলের সীমানা প্রাচীরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফুল হাদী। এরপর ১৬ জানুয়ারি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ হাইকোর্টে একটি রিট করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন