বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধ কৃষকের অর্ধকোটি টাকা মূল্যের ১৮ শতাংশ জমি দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গ্রামের বৃদ্ধ কৃষক হাজী আবুল হাসেমের সাথে একই এলাকার মৃত জমদর আলীর পুত্র জয়নাল আবেদীন, মফিজ উদ্দিন, আফাজ উদ্দিন, হাফিজ উদ্দিনদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন কৃষকের জমি দখল করে বসতবাড়ি নির্মাণ শুরু করলে বৃদ্ধ কৃষক বাদি হয়ে গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। আদালত উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করেন। কিন্তু প্রতিপক্ষ জয়নাল আবেদীন ও তার ভাইয়েরা আদালতের আদেশ অমান্য করে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বৃদ্ধ কৃষক ও তার পরিবারের লোকজনের নামে শ্রীপুর মডেল থানায় একটি মামলা দিয়ে আবুল হাসেম ও অহিদুজ্জামানকে গ্রেফতার করে জেল হাজতে আটক রেখে রাতের আঁধারে জমি দখল শুরু করে। এ ব্যাপারে কৃষক আবুল হাসেম জানান, তিনি ও তার দুই ভাই দীর্ঘ ৫০ বছর যাবৎ ওই জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগদখলে ছিলেন। প্রতিপক্ষের লোকজন প্রভাবশালীদের সহযোগিতায় ওই জমিটুকু জবরদখল করে নেয়ার পাঁয়তারা করলে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দিয়ে আইনগত সহায়তা পায়নি। অভিযুক্ত জয়নাল আবেদীন জানান, আমরা আমাদের দীর্ঘদিনের বেদখলকৃত জমি দখলে নিয়েছি। এ ব্যাপারে প্রতিপক্ষের মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর মডেল থানার এসআই মাহমুদুল হাসান জানান, উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য নোটিশ দেয়া হয়েছে। বসতবাড়ি নির্মাণ করার চেষ্টা করলে আমি তা বন্ধ করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন