বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চার প্রতিষ্ঠানকে জরিমানা

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ওজনে কম দেয়া, ঔষধের গায়ে মূল্য না থাকা ও মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে মঠবাড়িয়া পৌর শহরের ৪টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পিরোজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাতক্ষিরা ঘোষ ডেয়ারী, সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার, সাগর ফার্মেসী ও ইসতি ঈশান ফার্মেসীকে জরিমানা করা হয়। এ সময় কৃষি বিপনন অধিদপ্তরের জেলা বাজার কর্মকর্তা আঃ মান্নান হাওলাদার, মঠবাড়িয়া থানার এসআই মাহাবুবুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
যুবলীগের মতবিনিময় সভা
ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মঠবাড়িয়ায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মঙ্গলবার রাতে যুবলীগ কার্যালয়ে মতবিনিময় করেছেন। উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি নাসির মাতুব্বর, যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহমেদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন