শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ডিপজলের সিনেমায় সুযোগ পেলেন শিরিন শিলা

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ধৈর্য ও দীর্ঘ অপেক্ষার ফল পেলেন চিত্রনায়িকা শিরিন শিলা। সুন্দরী এই নায়িকা খুব কম সিনেমায় অভিনয় করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ দেখেশুনে সিনেমা করছেন। গড্ডালিকা প্রবাহে গা ভাসাননি। ফলে তার সিনেমার সংখ্যা হাতেগোনা। তিনি ধৈর্য ধরেছেন ভাল সিনেমায় সুযোগের অপেক্ষায়। তার সেই সুযোগ মিলেছে। শিরিন শিলা সুযোগ পেয়েছেন মুভি লর্ড ডিপজলের সিনেমায়। ছটকু আহমেদ পরিচালনাধীন ডিপজলের এক কোটি টাকা সিনেমায় শিরিন অভিনয় করবেন। শিরিন বলেন, আমি ভাল সিনেমা ও সুযোগের অপেক্ষায় ছিলাম। অনেক সিনেমার অফার থাকা সত্ত্বেও নির্মাতা ও গল্পের উপর ভরসা করতে না পারায় করিনি। এ কারণে নিজেকে একটু গুটিয়ে রেখেছিলাম। অপেক্ষায় ছিলাম ভাল কিছুর। অপেক্ষার অবসান হলো ডিপজল ভাইয়ের সিনেমায় সুযোগ পাওয়ার মাধ্যমে। এটা আমার জন্য অনেক বড় ধরনের একটি ব্রেক বলতে পারেন। কারণ ডিপজল ভাইয়ের সিনেমা মানেই সিনেমার মতো সিনেমা। এখানে গল্প থেকে শুরু করে বিগ অ্যারেঞ্জম্যান্টের কমতি থাকে না। তাছাড়া তার সিনেমায় সুযোগ পেয়ে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন। আজকের শাকিব, অপু থেকে শুরু করে আরও অনেকে প্রতিষ্ঠা লাভ করেছেন। কাজেই আমি মনে করি, আমার ক্যারিয়ারে ডিপজল ভাইয়ের সিনেমায় অভিনয় করা একটি বড় সুযোগ। আশা করছি, তার সিনেমার মাধ্যমে আমার ক্যারিয়ারে শক্ত ভিত গড়ে উঠবে। আর আমি নিজেকে প্রমাণ করারও সুযোগ পেয়েছি। চেষ্টা করব নিজের সবটুকু সামর্থ্য দিয়ে দর্শকের সামনে উপস্থাপন করতে। আমার দৃঢ় বিশ্বাস দর্শক আমাকে গ্রহণ করবে। আমি কৃতজ্ঞ ডিপজল ভাইয়ের কাছে, তিনি আমাকে এমন একটি সুযোগ দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন