রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইমরানের ৩ রানের আক্ষেপ

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গত দু’দিন ধরেই সেঞ্চুরির বন্যা বয়ে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেটে। তিন অঙ্কের দেখা পেয়েছেন চারজন ক্রিকেটার। গতকালও হতে পারতো আরেকটি শতক। তবে মাত্র ৩ রানের আক্ষেপে পুড়তে হয়েছে আল-ইমরানকে। তার চাইতে বেশি আক্ষেপে পুড়ছে তার দল রূপগঞ্জ টাইগার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ওল্ড ডিওএইচএস। জবাবে আল-ইমরানের ব্যাটে জয়ের খুব কাছ থেকে ফিরেছে রূপগঞ্জ। ইমরানের ৯৭ রানের সাথে সাথে দলও ৮ উইকেট হারিয়ে থেমেছে ২৮৩ রানে। মাত্র ২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। এছাড়া দিনের অন্য ম্যাচগুলোতে ফতুল্লায় শেখ জামালকে ৫ উইকেটে হারিয়েছে উদয়াচল। ফতুল্লা আউটারে বাংলাদেশ বয়েজের (৫০ ওভারে ১৭৭/৮) বিপক্ষে বিকেএসপির (৫০ ওভারে ১৭৮/৯) জয়টিও রোমাঞ্চ ছড়ানো, মাত্র এক রানে। ব্রিকেএসপি-থ্রিতে ট্যালেন্ট হান্টকে (৪৯.৩ ওভারে ২৪২/১০) ১৪ রানে হারিয়েছে কাকরাইল বয়েজ ক্লাব (৫০ ওভারে ২৫৬/৮) এবং ব্রিকেএসপি-ফোরে বারিধারা ড্যাজলার্সকে (৪৭.২ ওভারে ১৮৮/১০) ২১ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক (৪৯.৪ ওভারে ২০৯/১০)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন