সিলেট অফিস : বাসা দখল করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেন। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর সোবহানীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিনটি মামলাও রয়েছে।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বলেন, কয়েকজন সঙ্গী নিয়ে সোবহানীঘাট এলাকায় একটি বাসা দখল করতে যান আলী হোসেন। খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় নগরীর কোতোয়ালী ও শাহপরাণ থানা পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।
তিনি জানান, আলী হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২টি ও শাহপরাণ থানায় একটি মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন