বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১ আহত ১০

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় টুইস্টিং মিলের শ্রমিক সোহেল রানা (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনার জের ধরে সংঘটিত সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে অন্তত ১০ জন, ভাঙচুর করা হয়েছে ৫টি বসতবাড়ি। রোববার রাতে ও গতকাল সোমবার সকালে কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনাগুলো ঘটে। নিহত সোহেল রানা (২৫) ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়া গ্রামের আমিনুল ইসলাম সেখের ছেলে ও কান্দাপাড়া টুইস্টিং মিলের শ্রমিক। জানা যায়, গত রোববার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়া গ্রামের সোহেল রানা ও আবু সাঈদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে রাতে সাঈদের লোকজন সোহেল রানার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে সোহেল রানা মারা যায়। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সাঈদের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ৫টি বসতবাড়ি ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন