সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা শিক্ষক নিহত

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের আঘাতে আহত সুনামধন্য মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রায় দুই সপ্তাহ আগে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের শর্শী গ্রামের শিবপুর এল ইউ কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক আবদুল মতিনের সাথে চাচাতো ভাই মাহতাব উদ্দিনের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১১ জানুয়ারি মতিন মাস্টারের বাড়ি-ঘরে প্রতিপক্ষ মাহতাব উদ্দিনের ছেলেরা হামলা করলে মতিন মাস্টার সহ বেশ কয়েক জন আহত হন। ওই সময় গুরুতর আহত মতিন মাস্টারকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসতাপালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে সেলিম বাদী হয়ে প্রতিপক্ষের ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ জনকে আসামি করে ১২ জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় আসামিরা আদালত থেকে জামিনে রয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার এসআই সজীব ঘোষ শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন