সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভর্তি ফি কমানোর দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : ভর্তি ফি কমানোর দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের  শিক্ষার্থীরা  মানব বন্ধন করছে। গতকাল সোমবার দুপুরে তারা গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে অবিলম্বে অতিরিক্ত ফি কমানোর দাবি জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানিয়েছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ভর্তি ফি ৭ হাজার ১শ’ টাকা ধার্য করা হয়। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এ ফি প্রায় দ্বিগুণ। এ শিক্ষাবর্ষে ১ হাজার ৪শ’ শিক্ষার্থী রয়েছে। তারা আরো জানায়, কয়েক দফা তাদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। কিন্তু অতিরিক্ত ফি কমানো হয়নি। শিক্ষার্থীরা আভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের হুমকি দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কারণে ফি কমানোর আন্দোলন থেকে ভয়ে অনেক শিক্ষার্থী অংশ নিতে সাহস পাচ্ছে না। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মোহম্মদ নূর-উদ্দিন আহম্মেদ শিক্ষার্থীদের বহিস্কারে হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের  শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির শর্ত অনুযায়ী নির্ধারিত ফি নেওয়া হচ্ছে। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ সত্য নয়। এখন অযৌক্তিক কারনেই তারা এসব কর্মসূচি পালন করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন