সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

৮০ ড্রাম চোলাই মদ উদ্ধার আটক ৫

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের মুগদিয়া মুচি বাড়ি থেকে ৮০ ড্রাম চোলাই মদ উদ্ধার করেছে স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ। মদ উদ্ধারের পর থানার পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা মদ মাটিতে ঢেলে দেয়। জানা যায়, গতকাল সোমবার সকালে মুগদিয়া যুব সংগঠনের শফিকুল ইসলাম, জসিম উদ্দিন, খোকন, শহীদ, মাহাবুব, ফজলুর রহমান, রানা, কাইয়ুম, নূর ইসলাম, মুসলিম ও জাকিরের নেতৃত্বে স্থানীয় শত শত জনতাকে সাথে নিয়ে চোলাই মদ তৈরির কারখানা হিসাবে পরিচিত মুচি বাড়িটি ঘেরাও করে। বাড়ির প্রতিটি ঘরের চতুর্দিকে গর্তে পুঁতে রাখা চোলাই মদের অন্তত ৮০ ড্রাম তুলে এনে রাস্তার পাশে রাখে। পরে কটিয়াদী থানার ওসি আহসান উল্লাহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মদ মাটিতে ঢেলে দেয়ার নির্দেশ দেন। জনতা তৎক্ষণাৎ ড্রামের মদ মাটিতে ঢেলে দেয় এবং যুবসমাজের এ কৃতিত্বপূর্ণ কাজের জন্য সংগঠনের নেতৃবৃন্দের হাতে আড়াই হাজার টাকা তুলে দেন কটিয়াদী থানার ওসি আহসান উল্লাহ। এ সময় মদ তৈরির সাথে জড়িত সূচি, অঞ্জনা, আশা, সীমা ও নরেশকে আটক করে থানায় নিয়ে আসে। কটিয়াদী থানার ওসি আহসান উল্লাহ বলেন, মদ তৈরির কাজে জড়িত আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল জামাল উদ্দিন জানান, কটিয়াদী-পাকুন্দিয়াকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলবে। এ ব্যাপারে তিনি জনগণকে সহযোগিতার আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন