নেত্রকোনা জেলা সংবাদদাতা : এক যুগ পর আজ মঙ্গলবার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ২৮ ফেব্রুয়ারি স্থানীয় মহুয়া অডিটরিয়ামে। সম্মেলনে কাউন্সিলর সরাসরি ভোটে প্রবীণ ত্যাগী নেতা মুক্তিযোদ্ধা মোঃ সামছুজ্জোহা সভাপতি ও মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, এবারের সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনে দলের তৃণমূল কাউন্সিলরদের ভোট নেয়া হবে না। দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত মোতাবেক প্রধান অতিথি নতুন সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন। সরাসরি কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্ধারিত না হওয়ার খবরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেন, সম্মেলনকে সফল করতে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে নির্মাণ করা হয়েছে বিশালাকৃতির প্যান্ডেল। ব্যানার ফেস্টুনে চেয়ে গেছে সম্মেলন স্থলের চারপাশ। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানাতে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন