শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় : সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকা থেকে পুলিশ সাবেক চেয়ারম্যানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নুর মোহাম্মদ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের শামসুর রহমানের ছেলে এবং শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এর আগে শনিবার রাতে পুলিশ আশাশুনির শ্রীউলা গ্রাম থেকে আরিশ মোল্যা (৩০), মিলন (২৫) ও রাজু ( ৩৪) নামের তিন জনকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত শনিবার সকালে আশাশুনির মহিষকুড় মুক্তিযোদ্ধা অফিসের সামনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিলসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এব্যাপারে আশাশুনি থানায় সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদকে প্রধান আসামি করে থানায় মামলা হয়। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন