পঞ্চগড় জেলা সংবাদাতা : এমপিওভুক্ত হওয়ার দেড় যুগ অতিবাহিত হলেও পঞ্চগড়ের টুনিরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়টিতে সরকারিভাবে কোন শ্রেণিকক্ষ বা একাডেমী ভবন নির্মাণ হয়নি। এর ফলে এ প্রতিষ্ঠানটিতে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৩ সালে এক একর ৫০ শতক জমির উপর স্থাপিত হয়। এবং ১৯৯৭ সালে এটি এমপিওভুক্ত হয়। বর্তমানে ১৭ জন শিক্ষক-কর্মচারী নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের পাশে পরিপাটি ও মনোরম পরিবেশে স্থানীয় দানশীল ব্যক্তি, ও শিক্ষক/কর্মচারীদের নিজস্ব অনুদানে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এখানকার শিক্ষানুরাগীদের সফল প্রচেষ্টায় এটি ধাপে ধাপে এগিয়ে যায় এবং বর্তমানে ৪শত ছাত্রী নিয়ে অন্য সব প্রতিষ্ঠানের মতো এটিও একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী, চাকালাহাট, হাঁড়িভাসা ও কালিয়াগঞ্জ ইউনিয়নের শিক্ষার্থীদের দ্বারপ্রান্তে তার অবস্থান। এলাকার গরীব-মেধাবী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটি হাতের নাগালে পেয়ে শিক্ষা লাভের সুযোগ পেয়েছে। যা সত্যিকারে সুখের। পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য এটি একটি দৃষ্টান্ত এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে। কিন্তু শ্রেণি কক্ষের সংকুলান না হওয়ায় প্রতিদিন বিদ্যালয়ের মাঠে বসে ক্লাস নিতে হয়। যা শিক্ষা ক্ষেত্রে কাক্সিক্ষত নয়। শিক্ষা প্রকৌশলের আওতায় জেলায় প্রতিবছর অনেক প্রতিষ্ঠানে নতুন ভবন, শ্রেণি কক্ষ ও একাডেমী ভবন নির্মিত হলেও এটির প্রতি কারো সুদৃষ্টি না পড়ায় বিদ্যালয়টি উন্নয়নের ছোঁয়া হতে বঞ্চিত। শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর প্রচ- চাপ থাকলেও মাত্র ৫টি শ্রেণি কক্ষ নিয়ে সেই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ফলে চাপ সামলাতে গিয়ে বিদ্যালয়ের মাঠে বসে ক্লাস নিতে হচ্ছে। এতে করে গরমের দিন শিক্ষার্থীদের মধ্যে সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দেয় শিক্ষক-কর্মচারীদেরও। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল হক জানান, শ্রেণি কক্ষের স্বল্পতা ও একাডেমী ভবন না থাকায় এক ধরনের বিড়ম্বনায় রয়েছি। শিক্ষক ও টুনিরহাট এলাকার শিক্ষানুরাগীরা জানান, এতো সব বিদ্যালয়ের কাজ হচ্ছে, অথচ এই বালিকা বিদ্যায়টির উন্নয়নে কারো মাথাব্যথা নেই। শিক্ষায় অনগ্রসর পঞ্চগড়ে দিন দিন নারীদের শিক্ষায় গতিশীলতা বাড়লেও অবহেলিত এই বিদ্যালয়টির জন্য একাডেমী ভবন ও শ্রেণি কক্ষ নির্মাণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজদারি জরুরি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন