শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ডোমারে সড়কের গাছ কেটে নিলো প্রভাবশালী শিক্ষক

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ডোমার (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারী ডোমারে রাস্তার সরকারি গাছ কর্তন করেছে প্রভাবশালী শিক্ষক তজো মাস্টার। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া গ্রামের মিসউক অফিস সংলগ্ন। সরেজমিন জানা যায়, উক্ত গ্রামের আজিজুল ইসলামের ছেলে ও মিরজাগঞ্জ উচ্চ বিদ্যালয়েল সহকারী শিক্ষক তোজাম্মেল হক তজো মাস্টার ও তার ভাই তরিকুল ইসলাম ও মর্তুজা ইসলামের ছেলে লিটন মিলে গত শুক্রবার দুপুরে ডোমার চিলাহাটি সড়কের তাদের বাড়ির সামনের বিশাল প্রকৃতির ৩টি মেহগনি গাছ কেটে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলে এলাকাবাসী জানায়। অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার জেলা পরিষদের প্রতিনিধি শাহাজান ও আঃ ছাত্তার এবং জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান আবুল হাচান তহশীলদার আর্শিনী রায় বিষয়টি পরিদর্শন করেন। উপজেলা ফেডারেশন সমন্বয় কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ জানান, আমরা আরডিআরএস থেকে ১৯৮২ সালে চুক্তি ভিত্তিতে গাছ রোপন করি, তাদের মধ্যে জেলা পরিষদ ৬০% আরডিআরএস ৩০% ও ইউনিয়ন পরিষদ ১০% পাওয়ার কথা। আমাদের না বলে জোরপূর্বক গাছ কর্তন করায় আমরা অবাক হয়েছি। সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাদের বাঁধা নিষেধ করলেও তজো মাস্টার তা কর্ণপাত না করে উল্টো আমাদের অপমান অপদস্ত করেছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল হাচান জানান, এটি রাস্তার সরকারি গাছ আমরা জেলা পরিষদে জানিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন