মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফুলবাড়ীতে তুলায় কৃষকের মুখে হাসি

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে এবছর তুলার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ধরনের আপদ না থাকায় তুলা চাষ করে এবছর অর্থনৈতিক সমৃদ্ধির সোনালি স্বপ্ন দেখছে উপজেলার চার শতাধিক তুলা চাষি। উপজেলা তুলা উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নে এ বছর ১৬০ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ৪১০ জন কৃষককে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক প্রদান করা হয়। তুলা চাষের জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে ১২৫ হেক্টর জমিতে রোপণ করা হয় তুলা। বন্যা ও অতিবৃষ্টির কারণে সামান্য কিছু ফসলের ক্ষতি হলেও ১১০ হেক্টর জমির ফসল দ-ায়মান অবস্থায় বেড়ে উঠে। উপজেলার বালাতারী গ্রামের তুলা চাষি আবু তালেব (৫৫) দুদুল (৩৫) খোকন মিয়া (৩৩) কুরুষা ফেরুসা গ্রামের আকবর আলী জানান, আষাঢ় মাসে তুলা রোপণ করলে চৈত্র মাসে কাটামাড়াই শেষে ফসল ঘরে উঠে। আগে তুলা চাষ করে আমরা অনেক লোকসানে পড়েছি। কিন্তু এবছর প্রশিক্ষণ ও সরকারি সুবিধাদি পাওয়ায় তুলার সঠিক পরিচর্যা করা সম্ভব হয়েছে। বর্তমানে ক্ষেতের যে অবস্থা আছে তাতে বিঘাপ্রতি ১০/১২ মণ ফলন আশা করা যায়। উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ধরনের আপদ না হলে এখন পর্যন্ত এ উপজেলায় তুলার বাম্পার ফলন আশা করছি। কৃষকরা যাতে উৎপাদিত তুলার ন্যায্যমূল্য পায় সেজন্য সরকারিভাবে তুলা ক্রয়ের ব্যবস্থা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন