রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শরণখোলায় মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : শরণখোলায় স্টুডেন্ট ডাটা ম্যানেজমেন্ট সফট্ওয়ারের মাধ্যমে শিক্ষার্থীর তথ্য সংগ্রহ ও মোবাইল ব্যাংকিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে শরণখোলা অনার্স কলেজের মিলনায়তনে অধ্যক্ষ নুরুল আলম ফকিরের সভাতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপবৃত্তি প্রকল্প পরিচালক যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ সাহাদাত হোসাইন, জেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হক ও আইটি বিশেষজ্ঞ রাজিব চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খাঁন, প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ, অধ্যক্ষ আঃ জলিল আনোয়ারী, প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক প্রমুখ।  
দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
শরণখোলার রাজাপুর দাখিল মাদ্রসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মাদ্রাসার মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আঃ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আঃ জলিল আনোয়ারী ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মাদ্রাসার সুপার এবিএম সেকান্দার আলী, মাওলানা মোস্তফা আমিন, মাওলানা সোলায়মান আকন, মাওলানা কাওসার আলী, মাস্টার আবুল বাশর ও আবু সাইদ খাঁন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন