রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ৮ ঘণ্টা পর ফেরিসহ নৌযান চলাচল শুরু

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ৮ ঘণ্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। ফেরি বন্ধ থাকায় এ সময় প্রচ- শীতে নারী ও শিশু যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। এ সময় উভয় ঘাটে ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ে উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা রাত থেকেই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে কুয়াশার প্রকোপ বাড়তে শুরু করে। রাত ১টার দিক কুয়াশার প্রকোপ তীব্র আকার ধারণ করলে এ সময় সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ পদ্মায় ৫টি ফেরিসহ নৌরুটের সকল ফেরি উভয় ঘাটে নোঙ্গর করে রাখা হয়। গতকাল বুধবার সকাল ৯টার দিক কুয়াশা কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে নদীতে কুয়াশা থাকায় ফেরিসহ নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে দেখা যায়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে দূরপাল্লার নৈশ কোচসহ ৩ শতাধিক যানবাহন আটকে পড়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। ফলে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আঃ সালাম বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকে পড়েছে। তবে আমরা যাত্রীবাহী পরিবহন ও কাঁচামালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন