সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিক্ষককে মারপিটের প্রতিবাদে ক্লাস বর্জন

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ী উপজেলার শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসার গণিত প্রভাষক জাহাঙ্গীর আলমকে অন্যায়ভাবে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে ওই একই প্রতিষ্ঠানের দাখিল পর্যায়ের জুনিয়র দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে প্রতিষ্ঠান চলাকালীন সময় দাখিল পর্যায়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন (বিএসসি) ও মিজানুর রহমান (বিএসসি), প্রভাষক জাহাঙ্গীর আলমের উপর অতর্কিত হামলা চালায়। তারা কাঠের চেয়ার দিয়ে পিটিয়ে জাহাঙ্গীর আলমকে মাটিতে ফেলে দেয়। পরে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে জাহাঙ্গীর আলমকে রক্ষা করেন। এ ঘটনার উপযুক্ত বিচারের দাবিতে গত মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনসহ বৃহত্তর আন্দোলনের আলটিমেটাম দেয়। পরে উপাধ্যক্ষ আবুল কাশেম সরকার ঘটনার উপযুক্ত বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। প্রভাষক জাহাঙ্গীর আলম জানান, গত রোববার প্রতিষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভায় আমি গত বছরের দাখিল পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খারাপ ফলাফল করার কারণ ও প্রতিকার  বিষয়ে বক্তব্য দেই। এর জের ধরে সোমবার প্রতিষ্ঠানে পৌঁছার সাথে সাথে ওই দুই শিক্ষক আমার উপর হামলা চালায়। এ ব্যাপারে শাহবাজার এ এইচ কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন বলেন, আমি রংপুরে আছি। শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা শুনেছি। ফিরে এসে ঘটনার সমাধান করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন