রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জুয়াড়ির কারাদন্ড

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে এক জুয়াড়ির ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও এ কারাদ- প্রদান করেন। সাজাপ্রাপ্ত ওই জুয়ারীর নাম শফিকুল ইসলাম (৩৫)। সে জেলার নাগেশ্বরী উপজেলার ধনী গাগলা গ্রামের মৃত আজগার আলীর পুত্র। ফুলবাড়ী থানার উপ পরিদর্শক সেলিমুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার অনন্তপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ওই ব্যক্তি জুয়া খেলারত অবস্থায় আটক হয়। আটককৃতকে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে উক্ত সাজা প্রদান করেন।
সৌহার্দ্য-৩ কর্মসূচির সমন্বয় সভা
ফুলবাড়ীতে সৌহার্দ্য-৩ কর্মসূচির সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা মহিদেব যুব সমাজকল্যাণ সমিতির বাস্তবায়নে এবং ইউএসএইড-এর অর্থায়নে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায়  উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এ সভায় প্রধান অতিথি ছিলেন বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী মিয়া। এ সময় ইউপি সদস্য মজিবর রহমান, উজির উদ্দিন ব্যাপারী, আলহাজ আঃ হামিদ, সংরক্ষিত সদস্য সামছুন্নাহার পেয়ারী, সংস্থার বড়ভিটা ইউনিয়ন ফেসিলেটেটর নুর হক ও মাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন