রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাজীগঞ্জে এখনো অনেক বই পায়নি ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

হাজীগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর অষ্টম ও নবম শ্রেণীর অনেক বই এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। এতে করে সংশ্লিষ্ট বিষয়ে ক্লাস চালু করা সম্ভব হচ্ছে না বলে বেশ কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী ইনকিলাবকে নিশ্চিত করেছেন। বছরের প্রায় ১ মাস চলে যাবার পরে ও বেশ কিছু বিষয়ের বই এখনো উপজেলায় আসেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানায়, শুধু মাত্র ৯ম শ্রেণীর বই চাহিদার চেয়ে কম এসেছে এবং কয়েকটি বিষয়ের বই এখনো আসেইনি। তবে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকগনের সাথে কথা বলে জানা যায়, ৮ম ও ৯ শ্রেণীর বেশ কিছু বই এখনো শিক্ষার্থীরা পায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সূত্রে আরো জানা যায়, চলিত বছরের নবম শ্রেণীর জন্য বইয়ের যে চাহিদা পাঠানো হয়েছে তার অর্ধেক বই দেয়া হয়েছে, কিছু বই আসেই না। তবে সম্প্রতি সময়ে ফের চাহিদা পত্র পাঠানো হয়েছে। শিক্ষা অফিস সূত্র জানা যায়, নবম শ্রেণীর জন্য চলিত বছরে ৬ হাজার ১শ’ ৬৫ সেট নতুন বইয়ের চাহিদা পাঠানো হয়েছে। কয়েকটি বিষয়ের বই এখানো আসেনি, আর বেশ কিছু বিষয়ের বই ঘাটতি রেখে হাজীগঞ্জে বই পাঠানো হয়েছে। সাধারণ বিজ্ঞান বিষয়ের বই চাহিদার চেয়ে অর্ধেক কম অর্থাৎ ৩ হাজার ৪শ’ ৬৫ পিস, গণিত ২ হাজার ১শ’ ৪৫ পিস, পদার্থ বিজ্ঞান ৫শ’ পিস ও বাংলা ১ম পত্রের বেশ কিছু বই কম দেয়া হয়েছে। অপরদিকে একই শ্রেণীর জীব বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা, উচ্চতর গনিত, বাংলা ও বিশ^ পরিচয় বইগুলো আসেনি। উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থী  জানায়, আমরা যে সকল বিষয়ের বই পাইনি সে বিষয়গুলোর ক্লাস করতে পারছি না। বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, ৭ম শ্রেণীর ১ বিষয়ের বই আসেনি। ৮ম ও ৯ম শ্রেণীর অধিকাংশ বই আমরা এখনো পাইনি। তবে উপজেলা থেকে বলা হয়েছে খুব শীঘ্রই বই চলে আসবে। বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অমর কৃঞ্চ শীল জানান, ৭ম শ্রেণীর ১ বিষয় ও ৯ শ্রেণীর অনেক বই এখনো আমরা পাইনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশরাফী বলেন, যে সকল বই আসেনি বা কম পাওয়া গেছে সে বিষয়ে ইতিমধ্যে আমরা জেলা অফিসে চাহিদাপত্র পাঠিয়েছি। শীঘ্রই বই চলে আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন