স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ গঠিত ৬ সদস্যের সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আজ শুক্রবার সকাল ১০টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
২৫ জানুয়ারি প্রেসিডেন্ট সার্চ কমিটি গঠন করেন। বিচারপতি মাহমুদ হোসেনকে প্রধান করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে আছেন বিচারপতি ওবায়দুল হাসান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন