রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ডিজিটাল উদ্ভাবনী মেলা

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শহরের কেন্দ্রস্থলের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ মেলার উদ্বোধন করেন। ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরতে এ মেলা আয়োজন করা হয়। মেলায় ৩০টি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ৩ দিনব্যাপী এ মেলার ৪টি প্যাভিলিয়নে  তাদের সেবাসমূহ প্রদর্শন করবে। জেলা ই-সেবাকেন্দ্র অনলাইনে নাগরিক, দাপ্তরিক ও নকলের আবেদন গ্রহণ, তথ্য প্রাপ্তির ফরম বিতরণ, তথ্য অনুসন্ধান ও প্রদান, ই-ফাইল প্রদর্শন, জেলা তথ্য বাতায়ন প্রদর্শন, উত্তরাধিকার ক্যালকুলেটর প্রদর্শন, ই-মোবাইল কোড প্রদর্শনসহ বিভিন্ন সেবা পদর্শন করছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. ফখরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান ও আফতাব উদ্দিন মহাবিদ্যালয়েল অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন