রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জাল বুনে অলস সময় পার করছে জেলেরা

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাগরে মাছ ধরার ট্রলারগুলো উপকূলে ফিরে এসেছে। এ অবসরে জাল বুনার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। জানা যায়, উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুর, জুঁইদ-ী ও বারশতসহ বিভিন্ন এলাকার প্রায় ১ হাজার ট্রলারের অধীনে ১০ হাজারের অধিক জেলে সাগরে মাছ ধরতে যান। কয়েকদিন ধরে বৈরি আবহাওয়ার কারণে এসব ট্রলারের বেশিরভাগই কূলে ফিরে আসে। ফলে এলাকার জেলে পরিবারগুলোর অভাব-অনটন কিছুতেই কাটছে না। উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের পূর্ব গহিরা ফকিরহাট ও দক্ষিণ সরেঙ্গা সাপমারা খালের মুখে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। নদীর পাড়ে বেড়িবাঁধের ওপর জাল বুনার কাজে ব্যস্ত জেলে ইউছুপ নবী (৪২) বলেন, ‘সাগরে জোয়ারের পানি বৃদ্ধি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বেশিরভাগ মাছ ধরার ট্রলার কূলে ফিরে এসেছে। অবসর সময়ে বাড়িতে মন বসে না তাই জাল বুনে অলস সময় পার করছি।’ পূর্ব গহিরা ফকির হাট এলাকার এফবি মালেক শাহ্ নামক ট্রলারের মাঝি মোহাম্মদ হোসেন কালু জানান, ‘সাগরের প্রতিকূল অবস্থা পরিবর্তন হতে সময় লাগবে আরো কয়েকদিন। এ সময়ে ট্রলারের ইঞ্জিন মেরামত ও জাল বুনার কাজ সেরে নিচ্ছি।’ একই এলাকার জেলে নুরুল ইসলাম (৩০) বলেন, ‘জাল বুনার কাজে আলাদাভাবে দুই-তিনশ টাকা দৈনিক মজুরি দেন বহদ্দাররা। এভাবে অন্তত তিন হাজারের বেশি জেলে জাল বুনার কাজ করছেন। এতে অলস সময় পার হলেও সংসার খরচের ঝামেলা মিটে না।’ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ূন মোরশেদ ইনকিলাবকে বলেন, এ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৩৫শত ৫ জন। সাগরে বৈরি আবহাওয়ার কারণে তারা কূলে অবস্থান করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন