শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শেখ মহসীনের চতুর্থ একক অ্যালবাম

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী শেখ মহসীন দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গনে বিচরণ করছেন। এরই মধ্যে তার বেশ কিছু গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে গত বছর প্রকাশিত তার একক অ্যালবাম ময়না শ্রোতাদের মন জয় করে। জি-সিরিজ থেকে প্রকাশ পাওয়া এ ফোকনির্ভর অ্যালবামের গানগুলো নিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে বেশ আলোচনা চলে। ময়না শিরোনামের গানটির অডিও এবং ভিডিও বেশ সাড়া ফেলে শ্রোতা-দর্শকের মাঝে। এ ধারাবাহিকতায় নিজের নতুন একক অ্যালবাম করেছেন মহসীন। এবার আধুনিক ফোক গান নিয়েই নিজের এ অ্যালবামটি সাজাচ্ছেন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ একক অ্যালবাম। অ্যালবামে আটজন গীতিকারের লেখা সব গানের সুর করছেন শেখ মহসীন নিজে। আর সংগীতায়োজনে রয়েছেন সচী শামস। গীতিকাররা হলেন শহীদুল্লহ ফরায়েজি, অনুরুপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, ফয়সাল রাব্বেকিন, এন আই বুলবুল এবং সাঈদ রহমান। মহসীন বলেন, আমি কখনোই তড়িগড়ি করে কিছু করতে পছন্দ করিনা। সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারের অ্যালবামটিও সময় নিয়ে করছি। দেশের জনপ্রিয় গীতিকবিরা এখানে গান লিখছেন। বেশির ভাগ গানই আধুনিক ফোক। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন